প্যারিসে গুরু-শিষ্যের আবেগী মুহূর্ত | #messi # ronaldinho # foodball
একবিংশ শতাব্দীর শুরুর দিকটায় ফুটবলকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন রোনালদিনহো। তার নাম শুনলেই ফুটবলপ্রেমীদের শরীরে একটা শিহরণ জাগায়। যার ইউরোপিয়ান ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। প্যারিসে দুই বছর কাটিয়ে বার্সেলোনায় পাড়ি জমান রোনি।
ব্রাজিলিয়ান এই কিংবদন্তি প্লে-মেকারের জাদুতেই পুনর্জন্ম হয় বার্সেলোনার। লিওনেল মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনেও বিরাট ভূমিকা তার। অনেকের মতে মেসির ফুটবল গুরু রোনালদিনহো। বার্সেলোনায় এই দুজনের রসায়নও কী দারুণভাবেই না জমে উঠেছিল!
মঙ্গলবার রাতে সেই গুরু-শিষ্যের পুনর্মিলনী হলো প্যারিসে; পিএসজির মাঠ পার্ক ডু প্রিন্সেসে। মেসি প্রথমে ঠিকঠাক ধাতস্ত হতে পারেননি। লাইপজিগ ম্যাচ শুরুর আগে ডাগ আউটের পাশে গা গরম করছিলেন। তখনই চোখ পরে রোনালদিনহোর দিকে। কিন্তু দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলেন না।
এরপর যখন নিশ্চিত হলেন, সবুজ ময়দানে গুরুর আলিঙ্গনে বাঁধা পরলেন মেসি। গুরু-শিষ্যের আলিঙ্গনে আবেগী হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। গুরুর উপস্থিতিটা যেন বাড়তি অনুপ্রেরণা হয়ে গেল মেসির জন্য। পিছিয়ে পড়া পিএসজিতে জোড়া গোল করে জিতিয়ে নায়ক বনে গেলেন আর্জেন্টাইন সেনসেশন।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচটিতে লাইপজিগকে ৩-২ গোলে হারায় পিএসজি। ম্যাচের শুরুতে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিলেও তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধেই সমতায় ফেরে লাইপজিগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় জার্মান জায়ান্টরা।
পিছিয়ে পড়ার পরই জ্বলে উঠলেন মেসি। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। এই মৌসুমে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগদানের পর আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো তিনটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের মেসির সর্বমোট গোল এখন ১২৩টি।
২০০৩ সালে পিএসজি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন রোনালদিনহো। তখনো মেসির অভিষেক হয়নি পেশাদার ফুটবল ক্যারিয়ারে। ব্রাজিলিয়ান জাদুকর পাঁচ বছর ছিলেন ন্যু ক্যাম্পে। মেসি তাকে সতীর্থ হিসেবে পেয়েছেন সাড়ে তিন বছর। এই সময়ে দুজনের মধ্যে গড়ে ওঠে বিরাট সখ্যতা।
কাল প্যারিসে দুজনের খুনসুঁটি মনে করিয়ে দিল প্রায় দেড় দশক আগের স্মৃতিকে। অবশ্য লাইপজিগ ম্যাচে যে রোনালদিনহো আসবেন সেটা আগেই জানিয়ে রেখেছিল পিএসজি। টুইটারে এক বিবৃতিতে পিএসজি বলেছিল, 'একজন মেহমান, একজন শিল্পী, একজন ফুটবল জাদুকর। মঙ্গলবার লাইপজিগ ম্যাচে পার্ক ডু প্রিন্সেসে আসবেন আমাদের কিংবদন্তি।'